চরফ্যাশনে সাবেরা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

আপডেট: April 20, 2023 |

আসন্ন ঈদ উপলক্ষে চরফ্যাশনের কয়েক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। এটি করেছে সাবেরা ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সহ অনেকেই।

ঈদ উপহার সামগ্রী পেয়ে এলাকার লোকজন অনেক খুশি হয়েছেন। উপস্থিত কয়েকজন সাংবাদিকদের বলেন, সাবেরা ফাউন্ডেশনের কাছে আমাদের সাহায্য চাইতে হয় না। তারাই সব সময় সাহায্যের হাত বাড়িয়ে রাখেন আমাদের প্রতি। দ্রব্যমূল্যের কারণে আমাদের মতো দরিদ্র মানুষের ঈদ টানাটানিতেই কাটে সারাজীবন। এই উপহার অবশ্যই ঈদের সময় আমাদের পরিবারে হাসি ফোটাবে।

দীর্ঘদিন ধরে সাবেরা ফাউন্ডেশনের এমন মহতী কার্যক্রম চলে আসছে। শীতার্তদের শীতবস্ত্র প্রদান, অসহায় ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যয় ভার, ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া সহ অনেক সামাজিক কাজে যুক্ত এই ফাউন্ডেশন।

ঈদ সামগ্রী বিতরণ প্রসঙ্গে সাবেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মেসবাহ উদ্দিন সাংবাদিকদের জানান, আমাদের এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। মানবিকতার কাজে সারাবছর সম্পৃক্ত থেকে আমরা সমাজের অসহায় দরিদ্রদের পাশে থাকি।

তারই ধারাবাহিকতায় ঈদে কিছু মানুষের মাঝে আমরা নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেছি আল্লাহর রহমতে। মানুষের খুশি দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। কিছুদিন আগে আমরা ফরিদপুরের অসহায় মেডিকেল ছাত্রী জাহানারা বেগম ইতিকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান সহ বাকি পড়ালেখার দায়িত্ব নিয়েছি।

উল্লেখ্য, সাবেরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দেশজুড়ে সেবামূলক নানা কার্যক্রমের পাশাপাশি সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, লিল্লা বডিং ও এতিমখা

Share Now

এই বিভাগের আরও খবর