মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-ব্রুনেইয়ে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

আপডেট: April 20, 2023 |

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার এ তিন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। কারণ, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এদিন ইন্দোনেশিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে আসছে শনিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

মালয়েশিয়াও ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। কারণ, ২০ এপ্রিল দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি রাতে বৈঠকে বসবে। সেখানে রমজান মাস শেষ এবং শাওয়াল মাস কবে শুরু হবে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে তারা।

আরব বিশ্বের ১৩টি দেশের ২৫ জন বিশেষজ্ঞ জ্যোতির্বিদ যৌথভাবে এক বিবৃতিতে জানিয়েছেন, ২০ এপ্রিল আরব এবং ইসলামিক বিশ্বের কোথাও খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে না।

ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, কোন মাস ২৯ বা ৩০ দিনের হবে, তা চাঁদ দেখে নির্ধারণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর