ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

আপডেট: April 15, 2023 |

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫) ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে রিখটারস্কেলে ভূকিম্পটির মাত্রা ছিল ৭।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়া জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে ভূ-পৃষ্ঠের ৫৯৪ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ভূমিকম্পটি জাভা দ্বীপের বিশাল অংশজুড়ে এবং আরও দূরের বালি দ্বীপেও অনুভূত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প অফিসের মুখপাত্র আব্দুল মুহারি বলেন, ‘সুরাবায়া, তুবান, ডেনপাসার ও সেমারাং শহরে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হয়েছে তা আমরা এখনো জানতে পারে নি। তবে, সবকিছু মনিটরিং করা হচ্ছে।’

Share Now

এই বিভাগের আরও খবর