কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে তিন ট্রলিসহ আটক ২

আপডেট: April 13, 2023 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন স্থানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটি বহনকারী তিনটি মাহিন্দ্র ট্রলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. সাগর ও শরীফুল। তারা দুজন আপন ভাই।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাটি বহনকারী তিনটি মাহিন্দ্র ট্রলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর