পলাশবাড়ীতে ইউপি সদস্যদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: April 13, 2023 |

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল দুপুরে ৬নং বেতকাপা ইউপি সদস্যদের আয়োজনে মাঠেরহাট ইউপি পরিষদের সামনে রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আহত ইউপি সদস্য মোরশেদ আলমের পিতা সাবেক ইউপি সদস্য মোসলেম মিয়া, ইউপি সদস্য সোহেল রানা, ময়নুল ইসলাম, বাদশা মিয়া, আবু তাহের, আবদুল মালেক ও সংরক্ষিত সদস্য রওশন আরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি চেয়ারম্যান একাধিক চুরি, ডাকাতি, হত্যা সহ অসংখ্য মামলার আসামী মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যানের ব্যাপক দূর্নীতি ও অনিয়মের কারনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অত্র ইউনিয়ন পরিষদের ৯ জন ওয়ার্ড সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব আনয়ন করেন।

এরই জের ধরে ১১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোস্তাফিজুর রহমান মোস্তা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অত্র ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোরশেদ আলম ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আতোয়ারা বেগমের উপর হামলা ও শ্লীলতাহানী ঘটায়।

বক্তারা উক্ত চেয়ারম্যানের এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুর্নীতিবাজ চেয়ারম্যান সহ হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। তা না হলে তারা বৃহত্তর আন্দোলন যাবে বলে মানববন্ধনে ঘোষণা দেন।

Share Now

এই বিভাগের আরও খবর