বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

আপডেট: April 12, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি চোরাই মোটরসাইকেল সহ ৪ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

সোমবার (১০এপ্রিল) দিবাগত রাতে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার চৌমুহনী বাজার থেকে দুটি চোরাই মোটরসাইকেল সহ চার চোরকে গ্রফতার করা করে।

গ্রেফতারকৃতরা হলে-দুপচাঁচিয়া উপজেলাধীন লাফাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোঃ হযরত আলী(২৮),তালোড়া মন্ডলপাড়ার মোঃ জিল্লুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেনের(৩০), সাবলা গ্রামের মৃত-গোলাম মোস্তাফার ছেলে মোঃ গোলাম কিবরিয়া(৩২) ও কাহালু উপজেলাধীন নওদাপাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মোঃ মানিক হোসেন(২১)।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, দুটি চোরাই মোটরসাইকেল সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু পূর্বক আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর