র‍্যাবের অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

আপডেট: April 11, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম শাজাহানপুর উপজেলার আশেকপুরের জোড়াফকির বাড়ী গ্রামের ফকির বাড়ী মোড়ে অভিযান পরিচালনা করে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-চাপাইননাবগঞ্জ জেলার শিবগঞ্জের আদিনা কলেজ এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা(৪৪) ও একই এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাদিকুল ইসলাম(২৭) এবং মনাকলা এলাকার মোঃ ইকরামুল হকের ছেলে মোঃ মাসুদ(৩৬)।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড এবং নগদ ৬৮০ টাকা জব্দ করা হয়।
সোমবার রাত সোয়া ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর