বিহারে এক দিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

আপডেট: July 28, 2022 |

ভারতের বিহার রাজ্যের আট জেলায় গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তরাঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার আরও বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

ভারতে প্রতি বছর বর্ষার মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ প্রাণ হারায়। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে প্রচুর মানুষ বাড়ির বাইরে কাজ করে। অনেক সময় বজ্রপাত আঘাত হানার আগে সেভাবে সতর্ক না থাকার কারণে তাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বজ্রপাতে প্রাণহানির ঘটনায় প্রতি পরিবারকে ৪০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। গত কয়েক বছরে ভারতে বজ্রপাতের ঘটনা অনেক বেড়ে গেছে।

খবর বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর