পদ্মা সেতু হয়েছে বলে ঈদ করতে বাড়ি যাব: রিয়াজ

আপডেট: July 10, 2022 |
print news

রোববার (১০ জুলাই) ইসলাম ধর্মের অনুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দিনটি উদযাপন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন তারা। ইতোমধ্যেই ঈদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজ।

ঈদ কোথায় করবেন— জানতে চাইলে রিয়াজ ঢাকা মেইলকে বলেন, ‘এবার হয়ত ঢাকায় ঈদ করব না। পদ্মা সেতু হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সেতু দিয়ে বাড়ি যাব ঈদ করতে। আর কোরবানি সেখানেই দেব। সেকারণে এবার এখানে গরু কিনিনি আমি। এমনিতে অন্যান্য বছর কোরবানির পশু কিনতে নিজেই হাটে যাই।’

এরপর কোরবানি সম্পর্কে এই নায়ক বলেন, ‘কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়। আমাদের ত্যাগ শেখায়। এটা যার যার মনের ব্যাপার।’

তবে কোরবানি নিয়ে আজকাল বাড়াবাড়ি করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হজরত ইব্রাহীম (আ.) স্রষ্টাকে ভালোবেসে তার প্রিয় সন্তানকে কোরবানি দিচ্ছিলেন। তারপর থেকেই এটা প্রথা হয়ে গেছে। অতএব কোরবানির সময় এই ঘটনাটি আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। কে কত টাকা দিয়ে গরু কিনলেন, কার গরু কত মোটা— এসব নিয়ে বাড়াবাড়ি করাটা মোটেই উচিত নয়।’

এছাড়া কোরবানির পশু নিয়ে সেলফি তোলাটাও ভালো চোখে দেখেন না রিয়াজ। তিনি মনে করেন এসব অহেতুক। কোরবানিটা যথাযথ মর্যাদা দিয়ে করাই উচিত।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর