টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: February 25, 2022 |

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হারলেও দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান অধিনায়ক হাশমত বলেছেন, তিনি অবশ্য আজ টস জিতলে বোলিংই নিতেন। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজি।

সর্বশেষ ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধসই নেমেছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল

রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর