টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক

আপডেট: February 23, 2022 |
print news

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টস ভাগ্য পক্ষে এলে তিনিও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে টেস্ট খেলা ইয়াসির সাদা বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের রঙিন পোশাকেও শুরু হল তার যাত্রা। আজকের ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাকে।

গত জুলাইয়ে শেষ ম্যাচ খেলার পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টাইগাররা। সিরিজের তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। বর্তমানে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

 

রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলবেন ইয়াসির, তার আগে পেয়ে গেলেন অভিষেক ক্যাপ।

রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলবেন ইয়াসির, তার আগে পেয়ে গেলেন অভিষেক ক্যাপ।

 

 

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর