আফগানিস্তানকে পরাজিত করলে বাংলাদেশের র‌্যাংকিংয়ের উন্নতি ঘটবে

আপডেট: February 22, 2022 |
print news

বুধবার থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ। বর্তমানে ৯১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।

আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা। আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮তে। আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর