আইপিএলের হোস্ট বরুণ শর্মা

আপডেট: September 19, 2021 |

বলিউডের নতুন প্রজন্মের কমেডি অভিনেতাদের মধ্যে অন্যতম বরুণ শর্মা। চলতি বছরে হরর কমেডি ছবি ‘রুহি’-তে দেখা গিয়েছে ফুকরে খ্যাত এই অভিনেতাকে। পাশাপাশি রোহিত শেঠির নতুন ছবি ‘সার্কাস’-এও মুখ্য ভূমিকায় কাজ করেছেন বরুণ। এবার এই কমেডি অভিনেতাকে দেখা যাবে নতুন রূপে।

আইপিএলের হোস্টের ভূমিকায় এবার নজর কাড়তে চলেছেন বরুণ শর্মা। গত এপ্রিলেই শুরু হয়েছিল আইপিএল ২০২১। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় করোনার দ্বিতীয় ঢেউ। একের পর এক প্লেয়ার করোনায় আক্রান্ত হওয়ায় মাঝপথেই সিরিজ বন্ধ হয়ে যায়।

তবে রবিবার থেকেই দুবাইতে শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ এর দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্বতেই হোস্টের ভূমিকায় দেখা যাবে বরুণকে। অবশ্য এর আগেও সমীর কোচর, শিবানী দান্ডেকরের মতো বলিউড তারকাকেকে দেখা গিয়েছে আইপিএলের মঞ্চ মাতাতে। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হল বরুণ শর্মার নাম।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর