জাপানে বিক্ষোভ দেখালো চীনের সংখ্যালঘুরা

আপডেট: December 14, 2020 |

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চীনের জাতিগত সংখ্যালঘুরা জাপানের রাজধানী টোকিওতে বিক্ষোভ করেছেন। মূলত চীনের জাতিগত ও রাজনৈতিকভাবে প্রান্তিক শ্রেণির (উইঘুর, তিব্বতি, হংক কঙ্গার্স এবং দক্ষিণ মঙ্গোলিয়ান ও অন্যান্য) প্রতিনিধিরা এই বিক্ষোভ মিছিল করেন।

প্রকাশিত খবরে বলা হয়েছে, বিরূপ আবহাওয়া ও কোভিড-১৯ এর ক্রমবর্ধমান সংক্রমণ সত্ত্বেও জাপানি নাগরিকসহ প্রায় দেড় শতাধিক কর্মী আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই বিক্ষোভ করেন। এ সময় তারা চীনের লাগাতার মানবাধিকার লঙ্ঘন, নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা জানান, বিশ্বব্যাপী পরাশক্তির দাবিদার চীন নিজেদের জনগণের মৌলিক অধিকার প্রদানের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। বিক্ষোভকারীরা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন। সূত্র: ইকোনমিক টাইমস

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর