ইরানের অর্ধেক এলাকা নিয়ে শুরু হচ্ছে বিমান প্রতিরক্ষা মহড়া

আপডেট: October 21, 2020 |
ক্ষেপণাস্ত্র
print news

ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিশাল আকারের বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে যাচ্ছে। বুধবার থেকে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামে এ মহড়া শুরু হবে।

ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটি খাতামুল আম্বিয়ার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হবে এ মহড়া এবং এতে কমান্ডের দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদেহ। তিনি জানান, দেশের অর্ধেকের বেশি এলাকা নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

জেনারেল কাদের রাহিমজাদেহ বলেন, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো, বিমান বাহিনী এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স অংশ নেবে। সামরিক বাহিনীর যুদ্ধ-সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। মহড়ায় প্রকৃত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে।

জেনারেল রাহিমজাদেহ বলেন, দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হবে। এছাড়া, বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর ফাইটার এয়ারক্র্যাফ্ট, বোমারু বিমান ও ড্রোন ব্যবহার করা হবে।

ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার তিনদিন পর এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর