সেপ্টেম্বর থেকে খুলবে তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট: August 13, 2020 |
print news

আগামী ২১ সেপ্টম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে তুরস্কের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করবে। তাছাড়া ৩১ আগস্ট থেকে অনলাইনে ২০২০-২০২১ নতুন শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হতে যাচ্ছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) তুরস্কের শিক্ষামন্ত্রী জিয়া সেলচুক এ তথ্য নিশ্চিত করেছেন। করোনারোধে করণীয় শীর্ষক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা মেনে করোনারোধে স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী মাস থেকে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শুরু করবে।’

শিক্ষামন্ত্রী সেলচুক আরো বলেন, ‘সব শিক্ষার্থী ও তাদের পিতা-মাতার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরদারি করা হবে। তাছাড়া পুরো দেশের স্কুল পরিদর্শনের জন্য দুই হাজারের বেশি সদস্য নিয়ে একটি পরিদর্শক দল গঠন করা করা হয়েছে। তুরস্কের প্রাইভেট স্কুলগুলোতে আগামী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরু করতে পারবে।’

করোনারোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাছাড়া স্কুলে প্রবেশের সময় সবার তাপমাত্রা পরীক্ষা করা হবে। সমাগম এড়াতে ক্যাফেটেরিয়ায় যাওয়ার সময় সূচী থাকবে। স্কুল ও হলের মধ্যে জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করা হবে। ক্লাসে প্রত্যোকের মধ্যে প্রায় চার মিটার দূরত্ব থাকবে।

করোন বিস্তাররোধে গত ১৫ মার্চ থেকে অন্যান্য দেশের মতো তুরস্কের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়।

সূত্র : ডেইলি সাবাহ

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর