জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প : পরীমণি

আপডেট: October 29, 2024 |
boishakhinews 90
print news

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারাভোগও করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি সবাইকে জানাতে চান। তবে রুপালি পর্দায় নয়, এই অভিজ্ঞতা নিয়ে বই লেখার পরিকল্পনা করছেন পরীমণি। এবার একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে জেলজীবনের অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী।সঞ্চালক পরীমণির কাছে জানতে চান, জেলজীবনে কী শিখেছেন? জবাবে পরীমণি বলেন, ‘জেলে আমাকে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।’জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই নায়িকা বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইমপাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত; সেসব স্মৃতি লিখে রেখেছি।’
এদিকে, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমণি। ‘রঙিলা কিতাব’ নামের এ সিরিজ আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।
অনম বিশ্বাস পরিচালিত এ সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নূর ইমরান। পাশাপাশি ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে পরীমণির। ‘ফেলুবক্সী’ নামে এ সিনেমা খুব শিগগির মুক্তি পাবে।প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

 

Share Now

এই বিভাগের আরও খবর