শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

আপডেট: October 20, 2024 |
inbound7566508142790745814
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান।

২০ অক্টোবর(রোববার) দুপুরে বগুড়ার শিবগঞ্জে দ্রব্যমূল্যের স্থিতিশীল রাখতে উপজেলা মহাস্হান,শিবগঞ্জ, মোকামতলা,গুজিয়া, পিরবসহ বেশ কয়েকটি হাট-বাজার ও কোল্ড স্টোর মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমগজ্জামান।

এসময় সহকারী কমিশনার(ভূমি) তাসলিমুজ্জামান বলেন সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

inbound4618408933346373885

দ্রব্যমূল্যের দাম যাতে উর্দ্ধগতি না হয় সে জন্য বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে উপজেলার সকল বাজার গুলোতে মোবাই কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করেন।

পরে তিনি কয়েকটি কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করেন।

আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না তা খতিয়ে দেখেন এবং আলু সংরক্ষণকারীদের তালিকা কর্তৃপক্ষের বরাবর দাখিল করার নির্দেশ দেন।

আলু সিন্ডিকেট করে রেখেছে এমন কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর