বায়তুল মোকাররমের নতুন খতিবকে নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট: October 19, 2024 |
inbound8798630809491990452
print news

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক। নতুন খতিবকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন শায়খ আহমাদুল্লাহ।

খতিব আবদুল মালেক দেশের মুসলিমদের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ওই পোস্টে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ। অভিনন্দন তাকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।

তিনি আরও জানান, মহান আল্লাহ তাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।

এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর