টনসিল অপারেশনে গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের সবাই পলাতক

আপডেট: October 19, 2024 |
inbound8628678354692469479
print news

জয়পুরহাটে একটি ক্লিনিকে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই ক্লিনিকের সবাই পালিয়ে যান।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জয়পুরহাট পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এঘটনা ঘটে। মৃত রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

তাঁর পরিবারের সদস্যরা জানায়, রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন।

পরে টনসিলের অপারেশন করতে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই নারীর মৃত্যু হয়।

রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান বলেন, রুমা আক্তার নামে এক নারী টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

Share Now

এই বিভাগের আরও খবর