তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা: বিচারপতি মতিন

আপডেট: October 19, 2024 |
inbound4231887226388503071
print news

শেখ হাসিনা রায়ের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করে দেন বলে জানিয়েছেন, সাবেক বিচারপতি এম এ মতিন।

শনিবার (১৯ অক্টোবর) সিআরডিএপি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

কিছু অধিকার সব কিছুর উর্ধ্বে দাবি করে এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে তাই প্রয়োগ করেছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।

এসময় তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে বলেন, হয় তা রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে। এর বিকল্প নাই বলে মত দেন সাবেক এই বিচারপতি।

Share Now

এই বিভাগের আরও খবর