বগুড়ায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: October 15, 2024 |
inbound4415249615703577043
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর (মঙ্গলবার)সকালে বগুড়া শহরের কলোনী শাহওয়ালী উল্লাহ মিলমায়তনে এ রুকন সম্মেলন আয়োজন করা হয়।

রুকন সম্মেলন অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

উক্ত রুকন সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বতী কালীন সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

সরকারের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফাঁসিবাদের পেতাত্মা বসে আছে। তারাই নানাভাবে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।দেশবাসী শেখ হাসিনাকে যেভাবে বিদায় করেছে, ঠিক একই ভাবে ষড়যন্ত্রকারীদের রুখে দিবে।

বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও নজরুল ইসলাম।

রুকন সম্মেলন শেষে বগুড়া শহর ও জেলা শাখার মহিলা রুকনদের পৃথক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন শেসনের জন্য শহর ও জেলা আমির নির্বাচনে রুকনদের সরাসরি ভোট গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বগুড়ায় জামায়াতের বর্তমান রুকন সংখ্যা ৩ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ রুকন ১ হাজার ৯১০ জন এবং মহিলা রুকন ২ হাজার ৬৯ জন।

Share Now

এই বিভাগের আরও খবর