জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: October 15, 2024 |
inbound6149104006650888642
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান  পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের গঠিত বাজার মনিটরিং টাস্কফোর্স এ অভিযান চালায়।

এ সময় পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সাত ব্যবসায়ীকে সাত হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

শনিবার সকালে শহরের নতুনহাট বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সবুর আলী’র নেতৃত্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো: সবুর আলী বলেন,  নিত্যপণ্যের বাজারদর ঠিক রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ক্রমান্বয়ে মাছ, মাংস ও বিভিন্ন ফলের দোকানেও চালানো হবে এ অভিযান। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি ।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান,
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) জেলা সভাপতি আব্দুস সালাম, শিক্ষার্থী  প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, মোবাশ্বের  উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর