হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে বাধাঁ, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিলো ডাঃ নাসরিন

আপডেট: October 15, 2024 |
inbound6974808117416582344
print news

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সেবা প্রদানে ভোগান্তির তথ্য সংগ্রহের সময় বাংলাদেশ মেডিকেল জার্নাল  ও হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানের ক্যামেরা ছিনিয়ে নেয় চিকিৎসক নাসরিন।

মঙ্গলবার (১৫) অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রোগীদের ভোগান্তির খবর পেয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে বাধা দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

ওই সময় চিকিৎসক নাসরিন সাংবাদিক আমিনুরকে তথ্য সংগ্রহে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ  করে। পরে তিনি অন্যান্য সহকর্মীসহ রোগীদের সামনে সাংবাদিককে চরম ভাবে অপমান ও হেনস্তা করে ।

এ সময় ওই চিকিৎসক দাবী করেন অনুমতি ছাড়া সাংবাদিকরা মেডিকেলের ভিতরে প্রবেশ করতে পারবেন না।

সেবা নিতে আসা স্থানীয় একজন জানায়, আজকে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে এসে সঠিকভাবে সেবা পাচ্ছে না ও ভোগান্তির শিকার হয়েছে।

পরে  সাংবাদিককে বিষয়টি অবগত করলে ওই সাংবাদিক তাৎক্ষণিক এ বিষয়ে তথ্য সংগ্রহে করতে গেলে তাকে চরমভাবে অপমান ও হেনস্তা করে ।

এ ঘটনায় হেনস্থার শিকার সাংবাদিক আমিনুর বলেন, রোগীদের ভোগান্তির কথা জানতে পেয়ে আমি যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন ওই ডাক্তার আমার নিকট এসে ক্যামেরা কেড়ে নেয় ও আমার সাথে ব্যবহার খারাপ করে ।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক নাসরিনকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন বলেন, চিকিৎসক কর্তৃক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেয়া অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে দ্রুততম সময়ের মধ্যে ওই চিকিৎসকের বিচার দাবী করছি। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ  বলেন, ওই ডাক্তারের বিষয়ে অনেক অভিযোগ আজ তিনি সাংবাদিকের  মোবাইল কেরে নিয়ে ঠিক কাজ করে নাই।

মোবাইল ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করে ওই কর্মকর্তা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ও আশ্বাস প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর