বগুড়া শিবগঞ্জের শিশুপার্কে মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: October 11, 2024 |
inbound1908882445805779857
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের শিশুপার্ক এলাকায় শিবগঞ্জ মিউনিসিপাল গ্রামার স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১১ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

inbound3716470241952552015

পরে শিশু পার্ক চত্ত্বরে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

আলেচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান
অনুষ্ঠানে অন্যানসদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার,  শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল,  শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী, শিক্ষক ও বিশিষ্ট সুধীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর