মান্দায় মাদক সেবনের দায়ে তিন জনের কারাদণ্ড

আপডেট: October 11, 2024 |
inbound3843744561814936669
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় গ্রেপ্তার তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।

গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লায়লা আঞ্জুমান বানু।

এর আগে মাদকসেবন অবস্থায় ৮নং কুসুম্বা ইউপির ছোট বেলালদহ গ্রামের আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে রাজু আহমেদ (২৪), বড় বেলালদহ গ্রামের ছিবার উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও মান্দা সদর ইউপির ঘাটকৈর গ্রামের তহিদুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩০) কে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

পরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের   উপ-পরিদর্শক শাহীন শওকত বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী এসব অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর