শেকৃবি উপাচার্যকে দেখতে হাসপাতালে দুই উপদেষ্টা

আপডেট: October 6, 2024 |

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল লতিফকে দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে উপদেষ্টা নাহিদ ও ফরিদা আখতার। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

শনিবার (৫ অক্টোবর) রাত সোয়া ৮টার পর হাসপাতালে যান আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এসময় দুই উপদেষ্টা উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন চালিয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনা হবে। কোনোভাবেই তারা ছাড় পাবে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ইমরুল কায়েস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেকৃবি উপাচার্য গত ১ অক্টোবর থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর