বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত

আপডেট: October 4, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে মোঃ হারুন মিয়া(৫৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

০৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুরে নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করার সময় হঠাৎ সাটার ভেঙে নিচে চাপা পড়ে শ্রমিক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

নিহত শ্রমিক হারুন মিয়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায়, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মানের কাজ করতেন শ্রমিক হারুন মিয়া।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে বিল্ডিংটির পূর্বপার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্হলেই হারুন মারা যান।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্হলে গিয়ে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানা,মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর