মোরেলগঞ্জে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি  পালন

আপডেট: October 3, 2024 |

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারিদের মানববন্ধন ও কর্মবিরতি  চলছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে তারা কর্মসুচি শুরু করেন। হাসপাতালের ভিতরে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারিদের গ্রেফতার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন।

এতে বিপাকে পড়েছেন চিকিৎসা নিতে আসা শতশত রোগী এবং তাদের স্বজনেরা। হাসপাতালের বহির্বিভাগে রোগীরা চিকিৎসার জন্য গেলেও তাদের ফিরে যেতে দেখা গেছে।

প্রসঙ্গত গতকাল বেলা ১২ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ৫-৬ জনের একটি দল আকর্ষিক হামলা করে।

হামলায়  উপ-সহকারি মেডিকেল অফিসার চন্দন দাস আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সাথে লাঞ্ছিত করা হয়েছে আরও ২জন নারী মেডিকেল অফিসারকে।

এ ঘটনায় বুধবার দিবাগত রাতে চন্দন দাস বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করেছেন।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান জানান, কর্তব্যরত অবস্থায় চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। শুধুমাত্র জরুরি বিভাগ ও আন্ত:বিভাগের সেবা চালু থাকবে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর