ঠাকুরগাঁওয়ে সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে

আপডেট: October 3, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: চাঁদাবাজি, ভুমি দখল ও হত্যার হুমকি সহ বিভিন্ন মামলায় গ্রেফতারের পর ঠাকুরগাঁও -২ (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল আংশিক) আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

আজ ৩রা (সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে তুলার পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এর আগে গেল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সাতবারের সাবেক এই সংসদ সদস্যকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য যে,গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। এখানেও ১ নম্বর আসামি করা হয় সাবেক এই সংসদ সদস্যকে।

Share Now

এই বিভাগের আরও খবর