জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সদর উপজেলা  প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আপডেট: October 2, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জয়পুরহাটে সদর উপজেলা  প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ৩ টায়  উপজেলা  প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম এর  সভাপতিত্বে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি এ্যাড. মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার, সদর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল চন্দ্র, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহবায়ক  উৎপল কুমার বাবু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জয়পুরহাট সদর উপজেলায় এবার ১১৬ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রত্যেক মন্দিরে ৫০০ কেজি করে চাল এবং অসচ্ছল মন্দির গুলোকে চালের সাথে নগদ ৪ হাজার টাকা প্রদান করা হবে।

দুর্গোৎসব যেন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সদর উপজেলার সকল মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর