সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জেলের মৃত্যু

আপডেট: September 29, 2024 |

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজারে দুই জেলে ও জামালগঞ্জে একজন মারা গেছেন।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

এদিকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামালগঞ্জে বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশের নয়া হাওরে রাতে মাছ ধরতে যান তিনি। পরে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় পৃথক স্থানে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর