কানপুরে টানা বৃষ্টি, খেলা স্থগিত, হোটেলে ফিরেছেন শান্তরা

আপডেট: September 28, 2024 |

প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সেই সম্ভাবনাটুকু নেই আর। সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। শুধু বাংলাদেশ নয়, রোহিত শর্মারাও টিম হোটেলে ফেরেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। গতকাল থেকে কানপুরে টানা বৃষ্টি হচ্ছে। কখনো ঝিরিঝিরি কখনো ঝুম। আবহাওয়া বার্তা অনুযায়ী আগামীকালও এমন সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রথম দিনের ইতি ঘটে বিকেল তিনটার আগে। লড়াই শুরুর আগেই যেন দর্শকদের আনন্দে ভাটা নামে। টস হেরে ব্যাটিং করতে নেমে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাটিং করছেন।

ওপেনার জাকির হাসান শুন্য রানে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৩১ রান। ভারতের হয়ে ২ উইকেট নেন আকাশ দীপ। ১টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

গতকাল এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ার পর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাগড়া দেয়নি বৃষ্টি। বিরতি শেষে আবার যথাসময়ে খেলা শুরু হয়। দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভার হতে দ্বিতীয়বারের মতো বৃষ্টি নামে।

Share Now

এই বিভাগের আরও খবর