ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদন

আপডেট: September 26, 2024 |

মোস্তফা মামুন বলতে দ্বিধা করলেন না। একবার নয়। দুইবার বললেন। দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মামুন অকপটে স্বীকার করেছেন, ‘সবাইকে মাথায় রেখে বলছি, অঘোর মন্ডল হচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেট রিপোর্টার। কেউ তার চেয়ে ভালো লেখক হতে পারেন। কেউ তার চেয়ে ভালো বক্তা হতে পারেন। কেউ তার চেয়ে বড় বিশ্লেষক হতে পারেন। কিন্তু তার চেয়ে বড় রিপোর্টার কেউ ছিলেন না।’
মামুনের এই ঘোষণা আসল এমন দিনে যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে ক্রীড়া জগতের কিংবদন্তি সাংবাদিক অঘোর মন্ডল পাড়ি জমিয়েছেন পরপারে। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি ও হৃদরোগসহ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়ালাইসিস চিকিৎসার মাধ্যমে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত ৫ সেপ্টেম্বর আক্রান্ত হন ডেঙ্গুতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই গতকাল বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাত আটটায় তাকে নিয়ে আসা হয় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। যেখানে তাকে শ্রদ্ধায়, ভালোবাসায় চিরবিদায় জানান খেলোয়াড়, সংগঠক এবং সহকর্মীরা। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের আগে মোস্তাফা মামুন বলেছেন, ‘রিপোর্টারদের জন্য যদি কোনো কোচিং ম্যানুয়াল লাগে তাহলে অঘোর দা’র জীবনটাই কোচিং ম্যানুয়াল। কেউ যদি বড় রিপোর্টার হতে চায় তাহলে তাকে অঘোর দাকে অনুসরণ করতে হবে। জানতে হবে সে কিভাবে নিজেকে তৈরি করেছে।’

Share Now

এই বিভাগের আরও খবর