আমরা আরও ভালো করতে পারতাম : কোচ চন্ডিকা হাথুরুসিংহে

আপডেট: September 25, 2024 |

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের পরাজয় ২৮০ রানে। যেখানে দুই ইনিংসে ভারতের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন, সেখানে বাংলাদেশের মাত্র একজন ব্যাটার ফিফটি পেয়েছেন। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্তদের এমন হতশ্রী পারফরম্যান্স ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ব্যাটারদের এমন অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ। সকাল সাড়ে ৯টা থেকে অনুশীলন শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টার দিকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে, চেন্নাইয়ে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে ওঠে প্রশ্ন।
সাকিব আল হাসানের পারফরম্যান্স কেন্দ্র করে প্রশ্নে জিজ্ঞেষ করা হয়, আপনি হতাশ কি না? এমন সময় হাথুরু জানান শুধু সাকিব নয়, সবার পারফরম্যান্সেই হতাশ, ‘তার (সাকিব) পারফরম্যান্সে নয়, সবার পারফরম্যান্সেই হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম।’

চেন্নাইয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪৯ রান করে। সর্বোচ্চ ৩২ রান আসে সাকিবের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করে। এই ইনিংসে সাকিব ২৫ রান করলেও তার ব্যাটিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কোচ, ‘আমি নিশ্চিত সে নিজেও ভাবে, সে আরও ভালো করতে পারে। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করেছে, বড় করতে পারেনি ইনিংস। এমন নয় যে চেষ্টা করেনি। প্রতিপক্ষের বোলিংয়ের মান অনেক ভালো ছিল।’
প্রথম ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। ৪০ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভালো শুরু এলেও ধারবাহিকতা ধরে রাখতে পারেনি। এটা নিয়ে চিন্তার কথা জানিয়েছেন হাথুরুসিংহে, ‘ভালো শুরুর পর ওরা আউট হয়ে যাচ্ছে এটা নিয়ে আমরা একটু চিন্তিত। তারা ভালো করতে মুখিয়ে আছে। গত ম্যাচে আমাদের মেধা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’
টপ অর্ডারদের ব্যর্থতা নয় শুধু, থিতু হওয়ার পর আউট হওয়া নিয়েও দুশ্চিন্তার কথা বলেছেন কোচ। প্রথম ইনিংসে সাকিব-লিটন দাস, দ্বিতীয় ইনিংসে জাকির হাসান-সাদমান ইসলামরা ভালো শুরু পেলেও কাজে বড় ইনিংস খেলতে পারেননি।
‘ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে। এটাই দুশ্চিন্তার বিষয়। ক্রিকেটে কেউ ৩০ বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরী। কীভাবে প্রতিরোধ গড়তে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে’-আরও যোগ করেন হাথুরুসিংহে।

Share Now

এই বিভাগের আরও খবর