মামলার এজাহারে সাক্ষী হিসেবে নাম, জানেন না সাক্ষী নিজেই

আপডেট: September 21, 2024 |

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জন উল্লেখ করে একটি মামলা করা হয়েছে।

সেই মামলায় না জানিয়ে দুই শিক্ষার্থীকে সাক্ষী রাখার অভিযোগ উঠেছে ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬ তম আবর্তনের রায়হান নামে আরেকজন শিক্ষার্থীকেও সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে মামলাতে।

তবে সেই নামে ১৬ তম ব্যাচে কোন শিক্ষার্থী নেই বলে জানা গেছে।

মামলার বাদী সাখওয়াত হোসেনের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান এবং মোঃ সাকিব হোসেনের সাথে কথা বলার জন্য বলেন এবং এই ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় ৮ জন শিক্ষার্থীর নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।

তারা হলেন― গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ গোলাম মোস্তফা, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ হাসান অন্তর একই বিভাগের শিক্ষার্থী তানভির হোসাইন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হাসান ইমাম ফরহাদ, একই বিভাগের বিভাগের শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী এবং জিসান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহিম।

এদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী এবং জিসান জানান, তাদেরকে যে স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে তারা সেই বিষয়ে জানেন না।

এছাড়া অর্থনীতি ১৬ তম আবর্তনের রায়হান নামের যে শিক্ষার্থীর কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এই নামে অর্থনীতির ১৬ তম ব্যাচে কোন শিক্ষার্থী নেই।

তবে একই বিভাগের ১৫ তম আবর্তনে রায়হান নামের শিক্ষার্থী জানান, যদি এটা আমার নাম হয়ে থাকে তাহলে আমি জানি না। আমার সাথে স্বাক্ষী হওয়ার বিষয়ে কেউ যোগাযোগ করেননি।

এই ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘আমি এই মামলার বিষয় কোনোকিছুই জানিনা।

সেদিন বিকেলে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হইছিলো জানি, কিন্তু মামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তাও আমার জানা নেই।

কিন্তু আমার নাম দেখি সাক্ষীর তালিকায়, যা আমার জন্য বিব্রতকর। আমি এই ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয় কথাবার্তা বলছি আইনজীবীদের সাথে, কথা বলে আমি আইনী পদক্ষেপ নিবো প্রয়োজনে।’

ভুক্তভোগী সৌরভ সিদ্দিকী বলেন, ‘ কুবির সাবেক ভিসি-প্রক্টর সহ ৩৬ জনের নাম উল্লেখ করে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আমাকে না জানিয়ে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। আমি এই ব্যাপারে আইনি পদক্ষেপ নিব বলে ভাবছি।’

এই বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক সাকিব হুসাইন বলেন, ‘এই মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলাটি অন্যজন করেছে, স্বাক্ষীর বিষয়ে তিনি জানবেন।’

এই ব্যাপারে সমন্বয়ক আবু রায়হানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Share Now

এই বিভাগের আরও খবর