জয়পুরহাট সদর থানার লুট হওয়া বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট: September 17, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জয়পুরহাট পৌরসভাধীন সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট হতে পরিত্যাক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  হুমায়ন কবির, ডিআইও-১ মোঃ কাওসার আলী, ডিএসবির এসআই  মাহবুবুর রহমান।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন, তখন ওইদিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা সমাবেশ করছি।

Share Now

এই বিভাগের আরও খবর