পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪

আপডেট: September 17, 2024 |

মোঃ এম,এইচ শিমুল, ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জেরে হামলা-পাল্টা হামলায় নারীসহ দুই পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যবসায়ী রফিক শেখ (৪৫), তার স্ত্রী বিলকিস বেগম (৩৫), জাহিদুল মোল্লা (২৭) ও রাসেল মোল্লা (২৩)। এদের মধ্যে রফিক ও বিলকিস পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের সভায় হামলা, আহত ৭

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ মোল্লা, রাসেল মোল্লাসহ ২/৩ জন তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রফিক শেখ ও বিলকিস বেগমের উপর হামলা করে বলে অভিযোগ আছে। পরে তারা পাল্টা হামলা করলে দুপক্ষের চার পাঁচজন আহত হন।

আহত রফিক ও বিলকিস বলেন, এ ঘটনার আগেও তারা আমাদের উপর হামলা করেছিল। সে ঘটনায় মামলা করেছিলাম। সে মামলাটি স্থানীয় মিমাংশার পরে উঠিয়ে নেই। এখন সেই পূর্ব শত্রুতার জের ধরে আবার হামলা করেছে। আমারা এর সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একপক্ষ পালিয়ে যায়। অপর পক্ষের বক্তব্য শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর