বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন দুর্জয়

আপডেট: September 4, 2024 |

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে নীরবতা ভেঙেছেন নাজমুলের নেতৃত্বধীন বোর্ডের পরিচালক দুর্জয়।
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক।
দুর্জয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক বিসিবি পরিচালক। পদত্যাগ করার আগে বিসিবির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন দুর্জয়। যদিও সর্বশেষ তৃতীয়বার মেয়াদপূর্ণ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এই মেয়াদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দুর্জয়।দুর্জয়ের আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অবশ্য অপসারণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর