সিএমপি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এর তথ্য প্রদানের অনুরোধ

আপডেট: September 4, 2024 |

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ   সিএমপি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত ও খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং বিভিন্ন অবৈধ অস্ত্র সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত ও খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সন্ত্রাসী/দুষ্কৃতিকারী কর্তৃক ব্যবহৃত যে-কোনো ধরনের অবৈধ অস্ত্র সম্পর্কে কেউ জানলে দেশের সুনাগরিক হিসেবে সিএমপিকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হলো। সংবাদদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

যোগাযোগের নম্বরসমূহ হলো:

ডিসি (অপারেশন্স)- 01320052035
ডিসি (উত্তর)- 01320052400
ডিসি (দক্ষিণ)- 01320052550
ডিসি (বন্দর)- 01320052850
ডিসি (পশ্চিম)- 01320052700
ডিসি (ডিবি- উত্তর ও দক্ষিণ)- 01320054080
ডিসি (ডিবি- বন্দর ও পশ্চিম)- 01320054160
সিএমপি কন্ট্রোল রুম- 01320057998
জাতীয় জরুরি সেবা- 999

Share Now

এই বিভাগের আরও খবর