টেস্ট চ্যাম্পিয়নশিপের টালিতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে টপকে চারে বাংলাদেশ

আপডেট: September 3, 2024 |

টেস্টে বাংলাদেশ অনুপোযোগী দল, এমন কথা কয়েকদিন আগেও শোনা গিয়েছিল। পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করে পাশার দান উল্টে দিলো টাইগাররা। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে টপকে চারে উঠে এলো তারা।টেস্ট চ্যাম্পিয়নশিপের টালিতে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরেই আছে বাংলাদেশ। চলতি এই চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬টি টেস্ট। জয় পেয়েছে ৩ ম্যাচে। হেরেছেও সমান সংখ্যক ম্যাচ। শতাংশের হিসেবে ৫০ শতাংশ পয়েন্ট পাবার কথা ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম টেস্টে স্লো ওভাররেটের কারণে তিন পয়েন্ট কেটে নেয়া হয়।হিসেব অনুযায়ী, ৩ টেস্ট জয়ে ৩৬ পয়েন্ট যুক্ত হওয়ার কথা থাকলেও বাংলাদেশের নামের পাশে এখন ৩৩ পয়েন্ট। শতাংশের হিসেবে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট। পেছনে ফেলে এসেছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে থাকা তিন দলের মধ্যে ফাইনালের পথে আছে ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমানে শীর্ষ দুইয়ে আছে এই দুই দল। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। তিনে থাকা নিউজিল্যান্ডের অর্জন ৫০ শতাংশ পয়েন্ট। তালিকায় বাংলাদেশের পরেই পাঁচে আছে ফাইনালের আয়োজক ইংল্যান্ড, তাদের পয়েন্টের হার ৪৫। এরপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৩৮ দশমিক ৮৯), শ্রীলঙ্কা (৩৩ দশমিক৩৩), পাকিস্তান (১৯ দশমিক ০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮ দশমিক ৫২)।

Share Now

এই বিভাগের আরও খবর