চিকিৎসকদের ‘শাটডাউনের’ মধ্যেই মুগদা মেডিকেলে হামলা

আপডেট: September 1, 2024 |

ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে চিকিৎসাকেন্দ্রে ‘শাটডাউন’ কর্মসূচি চলার মধ্যেই রোববার দুপুরের পর মুগদা মেডিকেলে এই হামলার ঘটনা ঘটে।

মুগদা মেডিকেলের পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম হামলার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে কেন এই হামলা, তার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।

ডা. হাসিবুল বলেন, বেলা সোয়া ৩টার দিকে একদল বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছেন। আমাকে একজন চিকিৎসক জানিয়েছেন তাদের ওপর হামলা হয়েছে। তারা দরজা বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, আমার জানামতে সেখানে কোনো রোগীর স্বজনরা আজ (রোববার) হামলা করেনি। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকা কমপ্লিট শাটডাউনের পক্ষে ইন্টার্ন চিকিৎসকরা একটি ব্যানার টানাতে যান। তাদের হাসপাতালের গেট আটকে দেয়া হয়। এ সময় বাইরের কিছু ‘ছেলেপেলে’ তাদের ওপর হামলা করে, গেট খুলে দেয়।

সূত্র: বিডিনিউজ।

Share Now

এই বিভাগের আরও খবর