পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে যা বললো বিএনপি

আপডেট: August 23, 2024 |

বিএনপি সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। শুক্রবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন তিনি।

সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলীয় পদ স্থগিত থাকা শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ বলেন, সামনের দিনে দুই দেশ কোন কোন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করতে পারে এবং দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

ব্যবসার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে যা আগে ছিল না। দক্ষিল এশিয়ার মধ্যে বিজনেস ইন্টিগ্রিটিশনে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে আছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর