সংযুক্ত আরব আমিরাতে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট: August 20, 2024 |

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ থেকে সরে গেল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আজ মঙ্গলবার আইসিসি ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।জানা গেছে, আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক থাকবে বাংলাদেশই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়টিতে একমত হয়েছে। আরব আমিরাতের দুই ভেন্যু দুবাই ও শারজাহতে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ।পরিস্থিতি হয়েছে ঠিক শ্রীলঙ্কার মতো। ২০২২ এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা তারা আয়োজন করতে পারেনি। সেখান থেকে এশিয়া কাপ চলে যায় আরব আমিরাতে। কিন্তু আয়োজক ছিল শ্রীলঙ্কাই।

 

Share Now

এই বিভাগের আরও খবর