বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট: August 17, 2024 |

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক ইমন মোহাম্মদ।

ফেসবুকে তিনি লিখেন, চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।

এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন।

এর আগে গতকাল শুক্রবার নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ জন সমন্বয়ক-সহসমন্বয়ক পদত্যাগ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর