টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

আপডেট: August 16, 2024 |

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর মো. হোসেনের ভিটাবাড়িতে আগুন দেখা যায়। সে সময় অনেকে গিয়ে দেখতে পায় একটি হাতি ছটফট করছে।

তখন তারা হোসেনের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে বলে। এর কিছুক্ষণ পর হাতিটির মৃত্যু হয়।

বিষয়টি বনবিভাগে জানানো হলে কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, হাতিটির অনুমানিক বয়স ২৫। এটি পুরুষ হাতি ছিল।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফে দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম বলেন, আমরা বিদ্যুতায়িত হয়ে একটি বন্যহাতি মারা গেছে বলে জেনেছি।

সেখানে দুইজন বিশেষজ্ঞ গিয়েছেন, তারা কাজ করছেন। মারা যাওয়ার কারণ অনুসন্ধান করছেন। বিস্তারিত পরে জানানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর