জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শ্রদ্ধা

আপডেট: August 14, 2024 |

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা।

এসময় উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় পূর্ণ গঠন করতে হবে। কোটা সংস্কার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বিষয়টি প্রধান হয়ে এসেছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়ছে।

এটা সুবিধা ভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রিত করেছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। এছাড়াও তিনি রাষ্ট্রীয় সংস্কার হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, আশুলিয়া থানার পরিদর্শক নির্মল কুমার দাসসহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর