শ্রীপুরে ছাত্র আন্দোলনের সময় এক ব্যবসায়ী নিহত

আপডেট: August 4, 2024 |

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।

তিনি জানান, শনিবার (৩ আগস্ট) মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেন। এসময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ওই তিনি হয়তো পড়ে গিয়ে বা কোন কিছুর সাথে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে। তার নাম জাকির হোসেন, বাড়ি সাতক্ষীরাতে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড়ে অবস্থান নেয়। এদিকে সরকার দলীয় কর্মী—সমর্থকরা মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা যায়।

কিছু সময় পর বিক্ষোভকারীরা লাঠিসোটা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভার এলাকায় যায়। এসময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া শ্লোগান দেয়।

এরপর উত্তেজিত আন্দোলনকারীরা মাওনা ফ্লাইওভারের নিচে থাকা তিনটি পুলিশ বক্সে আগুন দেয়। এরপর তারা পুলিশের তিনটি গাড়িতে আগুন দেয়।

Share Now

এই বিভাগের আরও খবর