‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি আজ
সারা দেশে আজ ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। সব শ্রেণী-পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে হতাহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, চিত্রাংকন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি, মৌন মিছিল, মশাল মিছিল, পথনাটক, মঞ্চনাটক, প্রতিবাদী গানের আসর ইত্যাদি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি।’
নিহত ব্যক্তিদের স্মরণে এ ধরনের যেকোনো কনটেন্ট বা লেখা দুটি হ্যাশট্যাগ (#JulyMassacre ও #RememberingOurHeroes) ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষকে এ কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।