ইন্দুরকানী বাজারের রাস্তা ও ড্রেনের কাজ ফেলে রাখায় চরম দুর্ভোগ

আপডেট: July 15, 2024 |
inbound1202339954389358439
print news

মোঃ এম,এইচ শিমুল, ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি : ইন্দুরকানী সদর বাজারের ড্রেন ও রাস্তার কাজ ঠিকাদার যথা সময়ে না করায় বৃষ্টির দিনে চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা।

জানা যায় ইন্দুরকানী বাজারের সোনালীব্যাংক রোড হয়ে থানার রোড রাস্তা পৃর্ন নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজের পিরোজপুর প্রকল্পের টেন্ডার হয়ে চলতি বছরের শুরুতে টেন্ডারের ন্যায় দুই কোটি উনচল্লিশ লক্ষ টাকার ইফতি এটিমিএল ঠিকাদারপায়।

সেই কাজ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা সাবকন্টাক নিয়ে কাজ শুরু করেন দেখা যায়,বছর শেষ হয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই।

কয়েক মাস আগে সোনালীব্যাংক রোড ও থানার পুরাতন রোড সম্পৃর্ন রাস্তার মাটি খুড়ে গতে করেন।

যার ফলে ইন্দুরকানী সেতারা স্মতি মাধ্যিমক বালিকা বিদ্যালয়,ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যিমক বিদ্যালয় মহিউদ্দিন মহারাজের মাকের্ট সহ এই রাস্তায় চলাচল ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তি হচ্ছে।

দোকানদাররা ঠিকমত দোকান খুলতে পারছেনা।দোকানের সামনে মাটি রাখা হয়েছে।ঠিকাদারের প্রতিনিধি মোঃ আতিকুর রহমান

Share Now

এই বিভাগের আরও খবর